রিজিড
লিখেছেন লিখেছেন মামুন ২০ অক্টোবর, ২০১৪, ০৮:০৩:৫২ সকাল
রিজিড
.
হাত পা
আর মাথা থাকলেই কি
তাকে মানুষ বলা যায়?
তবে অমানুষদের কি
হাত-পা-মাথা নেই?
.
অনুভুতির হেলাফেলায়
হৃদয় মাঝে লাল নীল সাদা
ফুল ফোটালে তবেই না সে মানুষ!
হৃদয়হীনারা যে তবে মানুষ নয়-
ওদের হৃদয় নামের মাংসপিন্ডে
কালো ফুলও যে ফুটতে দেখি না!
বিষয়: সাহিত্য
৯৯৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বার্থপরতার কঠিন প্রলেপাস্তরিত হ্রদয়হীনারা সম্মোহনী অভিনয়ে বিনিময় ছাড়াই নিয়ে যায় প্রেমিকের সব,তারপর শুরু করে হ্রদয় ভাংগার খেলা।
জাজাকাল্লাহু খাইর।
আমার ব্লগে আপনাকে স্বাগত!
আপনাকেও আল্লাহপাক ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
তোমার অনুভূতি টুকু ভালো লাগলো। অনেক শুভেচ্ছা তোমার জন্যও রইলো।
জাজাকাল্লাহু খাইর।
চমৎকার উপমা দিয়ে কবিতা লিখেছেন। জাজাকাল্লাহ
সুন্দর অনুভূতি রেখে গেলেন। আপনার সাথে সহমত।
জাজাকাল্লাহু খাইর।
কালো ফুলও যে ফুটতে দেখি না
ভাই ছ্যাকা খাইছেন নাকি???
ডোন্ট মাইন্ড
না ভাই, ওটা খাওয়ার সৌভাগ্য এখনো হয় নাই। তবে প্রতি নিয়ত চলার পথে কিংবা আমার আশেপাশে আমাদেরই মত মানুষের দ্বারা হৃদয় বিদীর্ণ হচ্ছে তাদের অমানুষিক কার্যকলাপের দ্বারা।
আপনার অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
ভালোলাগার অনুভূতি রেখে গেলেন, সেজন্য ও অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
আশা করছি আপনি ভালো আছেন।
আপনার অনুভূতি রেখে গেলেন, সেজন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক...
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
কারো কারো হয়তো ধূতুরাফুল ফোটে-
যার বিষে অপরের প্রাণসংহার হয়!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
খুব সুন্দর কথা বলেছেন। আমরা ধুতুরাফুল ফুটানোওয়ালাদের থেকে সবসময় দূরে থাকব ইনশা আল্লাহ।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন